২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি আমীর জামায়াতের শোক প্রকাশ

ডা. শফিকুর রহমান - ছবি : সংগ্রহ

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ এলাজিগের সিভ্রিস শহরে এক শক্তিশালী ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩১ জন নিহত ও ১৬ শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৬ জানুয়ারি এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ‘তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ এলাজিগের সিভ্রিস শহরে এক শক্তিশালী ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩১ জন নিহত ও ১৬ শতাধিক আহত হওয়ার ঘটনায় আমি আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তুরস্কের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের জনগণের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট দোয়া করছি তুরস্কের সরকার ও জনগণ শীঘ্রই যেন এ বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন।’

তিনি আরো বলেন,‘ আমি তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আমি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি শীঘ্রই যেন তিনি আহতদের দ্রুত আরোগ্য দান করেন।’
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement