১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

‘গ্রেফতার হবো, জেলে যাবো; ১ তারিখে কেন্দ্রে যাবো’

- নয়া দিগন্ত

‘গ্রেফতার হবো, জেলে যাবো; ১ তারিখে কেন্দ্রে যাবো’, ‘লাঠি-গুলি-টিয়ারশেল, জবাব দিবে বাংলাদেশ’- প্রভৃতি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর পুরান ঢাকার লালবাগ-চকবাজার এলাকা। বুধবার বিকেলে লালবাগ শাহী মসজিদ এলাকায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গণসংযোগ চলাকালীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এসব স্লোগান দিতে দেখা যায়।

এ সময় নেতাকর্মীরা আরো স্লোগান দেন- ‘আমার নেত্রী আমার মা, জেলে থাকতে দিবো না’, ‘মাগো তোমার একটি ভোটে, খালেদা জিয়া মুক্তি পাবে’, ‘ভোট ডাকাতদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘চকবাজারের মাটি, বিএনপি’র ঘাঁটি’, ‘রাজপথের খোকাভাই, আমরা তোমায় ভুলি নাই’,‘রণাঙ্গনের খোকা ভাই, আমরা তোমায় ভুলি নাই’।

এসময় মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গণসংযোগে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক নেতা জহির উদ্দিন তুহিন নয়া দিগন্তকে বলেন,‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনায়ক তারেক রহমানের আদর্শের সৈনিক। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই। এজন্য জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সিটি নির্বাচনে অংশ নিয়েছে। এই নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দেয়ার জন্য উৎসুক হয়ে আছে। কিন্তু বিগত দিনে সরকার জনগণের ভোটাধিকার যেভাবে হরণ করেছে তাতে তারা ভোট কেন্দ্রে যেতে ভয় পায়। তাই আমরা এবার মরণপণ শপথ নিয়েছি- গ্রেফতার হবো, জেলে যাবো, প্রয়োজনে গুলি খাবো, কিন্তু ভোটকেন্দ্রে যাবো এবং ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে বিএনপি প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনার মধ্যামে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করবো।’

এসময় মিছিলে অংশ নেয়া মোহাম্মদ ইলিয়াস নামে এক বিএনপি কর্মী নয়া দিগন্তকে বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালবাসি, দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসি। আমাদের দল সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তানকে মনোনয়ন দিয়েছেন। আমরা লালবাগবাসী ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করবো।

লালবাগ স্থানীয় এক দোকানদার ফারুক ভূঁইয়া নয়া দিগন্তকে বলেন, লালবাগের মানুষকে ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা খুব ভালোবাসেন। সেই হিসাবে সুষ্ঠু ভোট হলে লালবাগ থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন ইশরাক।


আরো সংবাদ



premium cement