২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কামরাঙ্গীরচরে জাপার মেয়র প্রার্থী মিলনের গণসংযোগ

-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন আজ মঙ্গলবার কামরাঙ্গীরচরের বনগ্রাম, খোলা মোড়া, ঝাউলা হাটি চৌরাস্তা, মাতবর বাজার, মুন্সী হাটি, টেকের হাট, ঝাউচর, চান মসজিদ, আলী নগর, নবীনগর, হুজুর পাড়া এলাকায় প্রচারণায় অংশ নেন। প্রচারণাকালে তিনি বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

এসময় মিলনের সাথে জাতীয় পার্টির কোনো কেন্দ্রীয় নেতাকে দেখা যায়নি। পথসভাগুলোতে ভোটারদের কাছে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, লাঙ্গল মার্কায় ভোট দিলে নগরবাসী শান্তিতে থাকবে। মানুষ নিরাপত্তা চায়। বিএনপি-আওয়ামী লীগ সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নাগরিকদের নাগরিক সুবিধা দেয়া হচ্ছে না। অথচ প্রতিবছর করের বোঝা বাড়ছে। ঢাকাবাসী প্রতি হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিলেও দৃশ্যমান উন্নয়ন চোখে পড়ে না।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা লাঙ্গল মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের বাসযোগ্য ও শান্তিময় ঢাকা উপহার দিব। গণসংযোগকালে হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, শাকিব উদ্দিন শিফান, মহানগর জাপা নেতা আকতার হোসেন আউয়াল, কামাল হোসেন, মকবুল হোসেন, শারাফত হোসেন জুয়েল, রাহাদ ইসলাম, তানভীর কলিমুল্লাহ জিতুসহ স্থানীয় জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোহাম্মদপুরে জাপা প্রার্থী সেন্টুর ব্যাপক শোডাউন

মোহাম্মদপুরে ৩১ নং নম্বর জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু আজ মঙ্গলবার টাউন হল সংলগ্ন কাচাবাজারের সামনে এক বিশাল গণজমায়েত করে ভোটারদের কাছে ঠেলাগাড়ি মার্কায় ভোট চেয়েছেন। সমাবেশে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এ সমাবেশে মোহাম্মদপুর কাচাবাজার বণিক সমিতির সভাপতি মো. বাবুলের সভাপতিত্বে সেন্টু ছাড়াও বক্তব্য রাখেন টাউনহল মার্কেটের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দলু, শেরশাহ্ রোড ব্যবসায়ীক সমিতির সভাপতি সিদ্দিক আবেদীন, জাপা মহানগর নেতা মাহবুবুর রহমান লিফটন, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মোতাহার উদ্দিন, জাসদ নেতা শফিকুল ইসলাম বাবুল স্থানীয় নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement
গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল