১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় সুচিন্তিত : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - ফাইল ছবি

আদালতের নির্দেশনা মেনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারিতেই হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন পেছানোর বিষয়ে হাইকোর্ট ভেবে চিন্তেই রায় দিয়েছে। এ রায় সবার মেনে চলা উচিত।’

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের আরও বলেন, ‘সিটি নির্বাচন বিষয়ে আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পূনর্বিবেচনার বিষয়ে আমরা হয়তো কথা বলতে পারতাম। তবে, বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালত একটি নির্দেশনাও দিয়েছে যা নির্বাচন কমিশনকে মেনে চলতে হবে।’

নির্বাচনে সকলের প্রস্তুতি উৎসবমুখর পরিবেশে এগিয়ে চলছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আমি আন্দোলনকারীদের বলবো হাইকোর্টের আদেশ মেনে নিয়ে আন্দোলন করা থেকে আপনারা বিরত থাকবেন।’

নির্বাচন কমিশনের (ইসি) ধর্মীয় দৃষ্টিকোণের বিষয়টি ভেবে দেখা উচিত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই তাদের বিষয়টি ভেবে দেখা উচিত ছিল। তারপরও তাদের বিবেচনার মধ্যে কোনো ফাঁকফোকর ছিল কিনা সেটাও দেখার বিষয় আদালতের।’

নির্বাচন কমিশন সরকারের নির্দেশে চলছে বলে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করছে না। সরকার নির্বাচন নিয়ে কোন হস্তক্ষেপ করছে না এবং করবেও না। সরকার দেশটিকে অন্ধকারে নিয়ে যাচ্ছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে কাদের বলেন, ‘দেশ বিএনপির আমলে অন্ধকার ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশটিকে আলো দিয়েছে।’

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিএনপির অভিযোগের সমালোচনা করে কাদের বলেন, ‘বিএনপি এনালগ, এখনো তারা আধুনিক প্রযুক্তিতে বিশ্বাস করে না।’

নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেয়া বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিদ্রোহ প্রার্থীদের বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটি দেখছে। এটি দলের অভ্যন্তরীণ বিষয়।’ সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি

সকল