২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্রচারণার চতুর্থ দিনেও মাঠে সরব ইশরাক

প্রচারণার চতুর্থ দিনেও মাঠে সরব ইশরাক - প্রচারণার চতুর্থ দিনেও মাঠে সরব ইশরাক

চতুর্থ দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজধানীর খিলগাঁও এলাকার ত্রিমোহনী বাজার এলাকা থেকে চতুর্থ দিনের মতো গণসংযোগ কার্যক্রম শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী। এ সময় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

এরপর নন্দিপাড়া, পূর্বো নন্দিপাড়া ছাপাখান এলাকা, পূর্ব মাদারটেক, মাদারটেক চৌরাস্তা, গোরান, মধ্য বাসাবো, উত্তর বাসাবো, দক্ষিণ বাসাবো, সবুজবাগ, মায়া কানন সবুজবাগ, মুগদা, দক্ষিণ মুগদা এলাকায় গণসংযোগ করেন। এরপর বিকেল ৩ টায় ৬ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শামসুল হুদার বাসায় বিরতি দেন। এর পর বিকেল ৪ টার দিকে উত্তর মুগদার মদিনাবাগ এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে আবার গণসংযোগে শুরু করেন তিনি। এসময় মান্ডা, উত্তর মান্ডা, দক্ষিণ মান্ডায় গণসংযোগ শেষ করে বিকেল পাঁচটার সময়

মান্ডা বালির মাঠে পথ সভা করেন ইশরাক। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। এরপর নেতাকর্মীদের নিয়ে মান্ডা ছাতা মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন ইশরাক। মাগরিব নামাজ শেষ করে আবার গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী।

বিএনপি'র মেয়রপ্রার্থী ইশরাক হোসেন নয়া দিগন্তকে বলেন, আমরা মানুষের দোরগোড়ায় যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে। মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। যদি সুষ্ঠু ভোট হয় তবে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আজ রাত এগারোটা পর্যন্ত গণসংযোগ চলবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement