২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা, বিকেলে শুনানি

- ছবি : নয়া দিগন্ত

দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে ঢাকা সিএমএম কোর্টে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় আইসিটি বা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৪১২১২। আইসিটির ২১/৩১/৩৫ নং ধারায় এবং  দণ্ডবিধির ১২৪(ক) ধারায় এই মামলা করা হয়েছে।

আজ শনিবার বিকেল তিনটায় এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আবুল আসাদকে আদালতের পাশের ভবনে আসামি কক্ষে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধায় রাজধানীর মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রাম পত্রিকায় একদল যুবক হামলা চালায়। মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে তারা সংগ্রাম অফিসে ভাঙচুর চালায়। একইসাথে পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ক্ষমা চাওয়ার জন্য চাপ প্রয়োগ করতে করতে নিচে নামিয়ে নিয়ে যান। হাতিরঝিল থানা পুলিশ তাদের কাছ থেকে আবুল আসাদকে নিয়ে থানায় নিয়ে যান। সারা রাত তাকে থানায় রাখা হয়।তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দিয়ে দুপুরে ঢাকার সিএমএক কোর্টে নেয়া হয়।  


আরো সংবাদ



premium cement