২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় পার্টির ১০১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি

-

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি এই কমিটির আহ্বায়ক এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপিকে সম্মেলন প্রস্তুতির কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। একই সাথে সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ৯টি উপ-কমিটি এবং নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হয়েছে। পার্টির জাতীয় সম্মেলনকে সামনে রেখে গতকাল এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি, এবিএম রুহুল আমিন হাওলাদার, এম.এ. সাত্তার, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মো. হাফিজ উদ্দিন, গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, ফকরুল ইমাম এম.পি, মুজিবুল হক চুন্নু এম.পি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম এম.পি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আজম খান, এ.টি.ইউ. তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, নাসরিন জাহান রতনা এমপি, আব্দুর রশীদ সরকার, মেজর (অব.) খালেদ আখতার, মজিবুর রহমান সেন্টু, ব্যারিস্টার দিলারা খন্দকার, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, পীরজাদা শফিউল্লাহ আল মনির, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মোস্তাফিজার রহমান মোস্তফা, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, এস.এম. ফখর-উজ-জামান জাহাঙ্গীর, মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, কাজী মামুনুর রশীদ, জাফর ইকবাল সিদ্দিকী, নাজমা আক্তার এমপি, আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি, অধ্যাপিকা রওশন আরা মান্নান এমপি, শফিকুল ইসলাম জিন্নাহ, ডা: রুস্তম আলী ফরাজী এমপি, আহসান আদেলুর রহমান এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি, পীর ফজলুর রহমান মেজবাহ এমপি, একে.এম. সেলিম ওসমান এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি, রাহগির আল মাহি সাদ (এরশাদ) এমপি। এছাড়া পার্টির ভাইস চেয়ারম্যান মোর্শেদ মুরাদ ইব্রাহিম, নাসির মাহমুদ, এম.এ. তালহা, মেহজাবিন মোর্শেদ, মিসেস শরিফা কাদের, সালাউদ্দিন আহমেদ, এ্যাড. শামসুল আলম মাস্টার, হাজী আবু বক্কর, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, মোঃ আরিফুর রহমান খান, দেওয়ান আলী, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, সরদার শাহজাহান, মেহেরুন্নেসা খান হেনা, শাফিন আহমেদ, নিগার রানী সুলতানা, মোস্তাকুর রহমান মোস্তাক,শফিকুল ইসলাম শফিক, জহিরুল আলম রুবেল, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী, নুরুল ইসলাম ওমর, ইয়াহ ইয়া চৌধুরী, মোঃ নোমান মিয়া, হাসিবুল ইসলাম জয়, শফিউল্লাহ শফি, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, আমির উদ্দিন আহমেদ ডালু, এ্যাড. সাহিদা রহমান রিংকু।

শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, যুগ্ম আহ্বায়ক-অধ্যাপক ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু, সদস্য সচিব-আলমগীর সিকদার লোটন। অভ্যর্থনা উপ-কমিটি- আহ্বায়ক এস.এম. ফয়সল চিশতী, যুগ্ম আহ্বাযক - মোঃ আরিফুর রহমান খান, লিয়াকত হোসেন খোকা এমপি, সদস্য সচিব জহিরুল আলম রুবেল। প্রচার উপ-কমিটি আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ মিলন, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ, সদস্য সচিব মনিরুল ইসলাম মিলন, সদস্য- খুরশেদ আলম খুশু, শাহাদৎ কবির চৌধুরী, সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান হাসান। দফতর উপ-কমিটি-আহ্বায়ক রেজাউল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব সুলতান মাহমুদ, সদস্য এম.এ. রাজ্জাক খান, আনিস উর রহমান খোকন, মাহবুব আলম খোরশেদ। আন্তর্জাতিক উপ-কমিটি আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মাহমুদ, সদস্য সচিব মেজর (অব.) আশরাফ উদ দৌলা।

অর্থ উপ-কমিটি আহ্বায়ক এ্যাড. সালমা ইসলাম এমপি, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক চুন্নু এমপি, সদস্য সচিব এটিইউ তাজ রহমান। সাংস্কৃতিক উপ-কমিটি আহ্বায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা), যুগ্ম আহ্বায়ক শাফিন আহমেদ, সদস্য সচিব নাজমুল খান। আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক সাহিদুর রহমান টেপা, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। মঞ্চ উপ-কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান মোস্তাক, সদস্য সচিব- হাসিবুল ইসলাম জয়। এসব উপ-কমিটিসমূহ প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভূক্ত করা হবে।

এদিকে এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন সুনীল শুভ রায় ও এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া।


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল