১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ব্যবসায়িদের কেনা দামে পেঁয়াজ বিক্রির করতে বললেন মেয়র খোকন

ব্যবসায়িদের কেনা দামে পেঁয়াজ বিক্রির করতে বললেন মেয়র খোকন - ফাইল ছবি

পেঁয়াজের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আগামী দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রির আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, 'সামাজিক দায়বদ্ধতা থেকে আগামী দুই সপ্তাহ যে দামে পেঁয়াজ কিনেছেন সেই দামে বিক্রি করেন।'

সোমবার দুপুরে নগর ভবন চত্বরে ডিএসসিসি'র মালিকানাধীন মার্কেট ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার প্রমুখ।

মেয়র বলেন, 'পেঁয়াজের দাম আমাদের নাগালের বাইরে চলে গেছে। তাই পেঁয়াজ থেকে যে দুই চার টাকা মুনাফা আসে সেটি অন্য পণ্য থেকে যেমন- লবণ, চিনি, ওষুধ থেকে করুন। তবুও পেঁয়াজ থেকে মুনাফা না নিয়ে কেনা দামেই বিক্রি করুন।'

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ট্রেড লাইসেন্সে অতিরিক্ত উৎসে কর অযৌক্তিক বলে একমত পোষণ করে মেয়র বলেন, 'একটি ট্রেড লাইসেন্স ৪০০-৫০০ টাকা, সেখানে উৎসে কর ৩-৪ হাজার টাকা। আমি মনে করি না, এটা যৌক্তিক। তাই আমি আপনাদের সঙ্গে বসতে চাই। আপনাদের দাবি প্রয়োজনে এনবিআরকে চিঠির মাধ্যমে অবহিত করা হবে। এসব দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।'


আরো সংবাদ



premium cement