২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অভিযোগ থাকলে দল থেকে অপসারণ করা হবে : হানিফ

অভিযোগ থাকলে দল থেকে অপসারণ করা হবে : হানিফ - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগ টানা ১১ বছর ক্ষমতায় থাকার সুবাদে অনেকেই দলের মধ্যে এসেছিলেন জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী যাদের বিরুদ্ধে সন্ত্রাসী, মাদকসাক্ত ও যুদ্ধাপরাধের অভিযোগ আছে সম্মেলনের মাধ্যমে তাদেরকে অপসারণ করা হবে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারাদেশে দেশপ্রেমিক সংগঠনগুলোকে নিয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া হবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর এমন মন্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, ‘বিএনপির দেশপ্রেমিক সংগঠন জামায়াত-যুদ্ধাপরাধীরা, যারা আমাদের মা-বোনদের হত্যা করেছিল।’

ওই সকল দেশপ্রেমিক সংগঠনগুলোর বিরুদ্ধে দেশের জনগণই যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, গোলাম রব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement