২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

মানুষের ভরসার একমাত্র স্থান জাতীয় পার্টি : জিএম কাদের

- ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই আশা করছে। সাধারণ মানুষের ভরসার একমাত্র স্থান জাতীয় পার্টি। দেশের প্রতিটি প্রান্তে জাতীয় পার্টির সমর্থক বাহিনী আছে। দেশে সুশাসন দেয়ার ঐতিহ্য আছে জাতীয় পার্টির। অভিজ্ঞতা আছে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দেশ পরিচালনার। তাই দেশের মানুষ জাতীয় পার্টির ওপরেই আস্থা রাখে। একমাত্র জাতীয় পার্টিই দেশের মানুষের আশা-আকাংখা পূরণ করতে পারবে। এ কারণেই তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে।

শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম গাজীপুর মহানগরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস.এম. ফয়সল চিশতী, গাজীপুর মহানগর সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন।

এসময় প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা এম.এম. নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, গাজীপুর মহানগর নেতৃবৃন্দের মধ্যে আসাদ সিদ্দিকী, নিজাম উদ্দিন সরকার, শরিফুল ইসলাম শরিফ, ফারুকুল ইসলাম, এ্যাড. মাহাবুবুল আলম মামুন, ফারুক হোসেন খান, হাজী আব্দুস সুবহান, তসলিম উদ্দিন, হাজী মোশাররফ হোসেন সরকার, শেখ মোহাম্মদ মাসুদ, ইসমাইল হোসেন, জাকির হোসেন, আলমগীর রেজা, আতাউর রহমান, আব্দুল করিম, ইমতাজ উদ্দিন সরকার, নুরজাহান নূরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় বুলবুলে মানুষের জানমাল বাঁচাতে নেতাকর্মীদের নির্দেশ

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের বিরূপ প্রভাব থেকে সাধারণ মানুষের জানমাল বাঁচাতে জাতীয় পার্টি নেতা-কর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার এক বিবৃতিতে উপকূলীয় এলাকাসহ সারাদেশে সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় সরকারি উদ্যোগকে সহায়তা করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রতিটি দুর্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ আর্ত-মানুষের পাশে থেকেছেন।


আরো সংবাদ



premium cement
শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ‘আমার শিশু মেয়েটির যে সর্বনাশ সে করেছে’ বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি

সকল