২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

খোকা তার প্রতি মানুষের ভালোবাসা প্রমাণ করেছেন : মওদুদ

মওদুদ আহমদ - ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাসদ নেতা মঈন উদ্দীন খানের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ করেছেন। ক্ষণিকের জন্যও তিনি সাদেক হোসেন খোকার নাম উল্লেখ করেননি। কিন্তু কেনো? এর কারণ কি এটা যে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাদেক হোসেন খোকা আজকের প্রধানমন্ত্রীকে তখন হারিয়ে দিয়েছিলেন? সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা এবং উঁচু মাপের ব্যক্তি ছিলেন। বাংলাদেশকে ভালোবাসতেন। তার অবদান এদেশের মানুষ স্মরণ শ্রদ্ধাভরে করবে। একজন সৎ ও সাহসী নাগরিক ছিলেন। সে কথা কি তার মনে আসে নাই? আমরা তো মনে করি, প্রধানমন্ত্রী একজন বিরাট মনের মানুষ। তার উচিৎ ছিল সর্বপ্রথম খোকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখা। আমরা লজ্জা পেয়েছি। কিন্তু মৃত্যুর পর খোকা প্রমাণ করেছেন তার প্রতি মানুষের ভালোবাসা। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। বিএনপি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মরণে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা ফোরাম এই সভার আয়োজন করে।

সংঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয় দলের এহসানুল হুদা, ওলামা দলের শাহ মো: নেছারুল হক প্রমুখ।

মওদুদ আহমদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের অনেকের মধ্যে একটা শঙ্কা ও ভয়ভীতি আছে। আমরা রাস্তায় নামছি না বা নামতে পারছি না। আর সে কারণে হয়তো এই সরকারের পতন হবে না। কিন্তু আমি হতাশ নই। আমাদের অতীত বলছে, যেভাবে আন্দোলন করে একটা সরকারকে পতন ঘটাতে হয়, সেই ধরনের আন্দোলন সব সময় হয় না। আমি মনে করি, বর্তমান সরকার নিজেদের দুর্নীতির কারণেই তাদের পতন ডেকে আনবে। দুর্নীতির যে শেকড় সেগুলো তারা তৈরি করেছে। এই খালেদ মাহমুদ ও জি কে শামীমের বিচার করে দুর্নীতি দমন হবে না। শোভন-রাব্বানীর তো বিচারই হচ্ছে না। আপনারা মনে করছেন, হাতেগোনা কয়েকজনের বিচার করে আপনারা পার পেয়ে যাবেন। এটা কিন্তু যথেষ্ট নয়। জনগণ জানে দেশে কোনো প্রকার বিচার নেই।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দলীয় শাসন চালাচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২১ মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন। তিনি চিরদিন বন্দি থাকবেন না। আমরা খালেদা জিয়াকে যেকোনো সময় মুক্ত করে আনবো। যেকোনো সময় ছোট্টো একটি ঘটনায় সরকারের পতন ডেকে আনতে পারে। এরআগে বেশ কয়েকটি উদাহরণ আমরা দেখেছি।

মওদুদ আহমদ বলেন, আজ সরকার বলছে, খালেদা জিয়া সুস্থ আছেন! কিন্তু আমরা বলছি, তিনি অসুস্থ। আমরা খালেদা জিয়াকে দেখতে যেতে চাই, আসলে তিনি কি অসুস্থ না সুস্থ। আমরা সরকারের কথায় আস্থা রাখতে পারছি না।

আব্দুল্লাহ আল নোমান বলেন, সাদেক হোসেন খোকা ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আজকে দেশে রাজনীতি বলে কিছুই নেই। আমরা মনে করি সরকারের পতন অবশ্যম্ভাবী। তবে আমাদের দলীয় সক্ষমতাও দরকার। এই সাংগঠনিক সক্ষমতা তখনই হবে যখন আমাদের সামনে রাজনীতি থাকবে। আজকে সাদেক হোসেন খোকা দলের বাইরেও সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। দলীয় কর্মকাণ্ডের বাইরে সামাজিক কর্মকাণ্ড তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশ আজ প্রতিহিংসার রোল মডেল। এজন্য প্রধানমন্ত্রীর জন্য আরেকটি আন্তর্জাতিক পুরস্কার অপেক্ষা করছে। পৃথিবীতে কোনো দেশ আছে যে সেদেশের নাগরিক পাসপোর্ট পায় না? আজকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সাদেক হোসেন খোকা দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেনি। এটা জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। সাদেক হোসেন খোকার অবদান অবিস্মরণীয়। তিনি মেয়র হওয়ার পর শিক্ষিত সব ধরনের লোককে নিয়ে প্রতিমাসে মতবিনিময় করতেন।

আ স ম আব্দুর রব বলেন, বাংলাদেশে আজ কোনো রাজনীতি নেই। জনগণের স্বাধীনতাও নাই। দেশের স্বাধীনতা চুরি হয়ে গেছে। আমার জানা নেই যে হিটলার মুসোলিনীসহ বিশ্বের কোনো দেশে কোনো ব্যক্তির নামে ক্যান্টনমেন্ট আছে কি না? ক্যান্টনমেন্ট একটি ব্যক্তির নামে কিভাবে হয়? সাদেক হোসেন খোকার শৌর্য-বীর্য ও সাহস সম্পর্কে অনেকের ধারণা নেই। তিনি মুক্তিযুদ্ধের নয় মাসে ঢাকা শহরে অনেকগুলো অপারেশন করেছেন। ঢাকায় মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি বা সেক্টর কমান্ডারের নামে যেসব সড়কের নামকরণ হয়েছে তা খোকার আমলেই হয়েছে। একটা মানুষের ভুল-ত্রুটি থাকতেই পারে। কিন্তু এই সরকার বোকা। তারা তার নাম স্মরণও করে না। মানুষ রাস্তায় নেমে গেলে সরকার টিকতে পারবে না।


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল