১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

স্মরণসভায় স্টেইজের পাশে নামাজ আদায় করলেন মোশারফ-আলাল

স্মরণসভায় স্টেইজের পাশে নামাজ আদায় করলেন মোশারফ-আলাল - ছবি : নয়া দিগন্ত

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা চলাকালীন সময়ে স্টেইজ থেকে নেমে পাশেই চেয়ারে বসে আসরের নামাজ আদায় করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশারফ হোসেন ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বেলা তিনটায় স্মরণসভা শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সভা চলছিল।

সভা চলাকালে আসর আজান দিলে স্টেইজ থেকে নেমে পাশেই চেয়ারে বসে ড. খন্দকার মোশারফ হোসেন প্রথমে নামাজ আদায় করেন। তার নামাজ শেষ হওয়ার পরপরই বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল একই চেয়ারে বসে নামাজ আদায় করেন। উল্লেখ্য এর আগে সিলেটে মহাসমাবেশ চলাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমাবেশ চলাকালে স্টেইজে নামাজ আদায় করতে দেখা যায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে স্মরণসভায় আরো উপস্থিত আছেন, তরিকুল ইসলামের স্ত্রী প্রফেসর নার্গিস বেগম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,সেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী হেলাল, যুবদল সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।


আরো সংবাদ



premium cement