২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেসবুক আইডি ‘হ্যাকড’

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেসবুক আইডি ‘হ্যাকড’ - ছবি : সংগৃহীত

নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

বৃহস্পতিবার ছাত্রদলের শীর্ষ দুই নেতা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেছেন।

ছাত্রদল সভাপতি খোকন তার জিডির আবেদনে লেখেন, ‘গত ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা বিবাদীরা তার ফেসবুক আইডি হ্যাক করছে।’

অপরদিকে প্রায় একই রকম জিডির আবেদনে সাধারণ সম্পাদক শ্যামল লেখেন, ‘গত ১৫ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা বিবাদীরা তার ফেসবুক আইডি হ্যাক করছে।’ ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই ‘ভবিষ্যতের জন্য’ জিডি করছেন বলে তাদের আবেদনে উল্লেখ করেছেন।

যোগাযোগ করা হলে ছাত্রদল সভাপতি খোকন বলেন, ‘আমাদের কমিটি হওয়ার দিন থেকেই একটি স্বার্থান্বেষী মহল আমার ও শ্যামলের (সাধারণ সম্পাদক) ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছে। সেই সাথে আমাদের নামে আরও ২০/২৫টি ফেক আইডি খুলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এমন প্রেক্ষিতে আমরা জিডি করেছি।’

তিনি বলেন, ‘হ্যাক হওয়ার পর বর্তমানে আমাদের কোনো ফেসবুক আইডি নেই। আমাদের নামে খোলা আইডি ভেবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রদলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পান বগুড়ার খোকন ও নরসিংদীর শ্যামল। সূত্র: ইউএনবি


আরো সংবাদ



premium cement
তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন

সকল