২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভারতীয় বাহিনীর হাতে আটক র‌্যাব সদস্যদের নিয়ে যা বললেন আসিফ নজরুল

- ছবি : সংগৃহীত

সমসাময়িক বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। কুমিল্লা সীমান্তে আটক র‌্যাবের তিন সদস্য মারধরের শিকার হওয়া নিয়ে তার নিজের ফেসবুক পেজ থেকে একটি স্টেটাস দিয়েছেন। তিনি লিখেছেন, 

‘‘মাঝে মাঝে পত্রিকায় পড়ি বাংলাদেশের ভেতর ঢুকে দেশের মানুষকে পিটিয়েছে ভারতের সীমান্ত বাহিনী। কখনো তাদের আটক করতে দেখিনা বাংলাদেশের কোন বাহিনীকে, প্রতিবাদ করতেও দেখিনা। অথচ দেখলাম, ভুল করে সীমান্তের ভেতর চলে যাওয়ায় আমাদের ‌র‌্যাবের কয়েকজন সদস্যকে দুদিন আগে বেধড়ক পেটাল ভারতের সীমান্ত বাহিনী।

এ’ঘটনার এখনো প্রতিবাদ করলো না বাংলাদেশ সরকার। একটুও আত্নমর্যাদাবোধ নেই নাকি এদের?’’

তার এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। মোহাম্মদ কিশোর মাহমুদ নামের একজন কমেন্ট করেছেন, অবৈধ সরকার অবৈধভাবে হ্মমতায় টিকে থাকার জন্য অনেক কিছুই এভাবে এড়িয়ে যাবে! কেননা রাষ্ট্র এখন অভ্যন্তরীণ ভাবে দুর্বলতম একটা রাষ্ট্র হয়ে পরেছে, শুধু হ্মমতায় টিকে থাকার জন্য!! 

Abul Kasem নামের একজন কমেন্ট করেছেন, "লজ্জা" নামক বিশেষণ যাদের ক্ষেত্রে ব্যবহার করা হারাম তাদের তরে " "আত্নমর্যাদা" কথাটার কোন অর্থ হয় কি স্যার???

Abu Bakar Siddique নামের একজন কমেন্ট করেছেন, প্র‌ত্যেকটা মানু‌ষের যেমন একটা ব্য‌ক্তিত্ব থা‌কে তেম‌নি রা‌ষ্ট্রেরও তা থা‌কে। কারো একটু বেশী কা‌রো কম। কিন্তু দু:‌খের বিষয় হ‌চ্ছে আমা‌দের রা‌ষ্ট্রের নুন্যতম ব্য‌ক্তিত্ব‌বোধ টুকুও নেই। এটা একটা ব্য‌ক্তিত্বহীন রাষ্ট্র।

উল্লেখ্য, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে মাদক উদ্ধার ও ব্যবসায়ীকে ধরতে গিয়ে র‌্যাবের তিন সদস্য ও দুই মহিলা সোর্সসহ পাঁচজন ভারতর সীমান্তরক্ষী বিএসএফের হাতে আটক হয়।

বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্তের ১০নং গেইট দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে বিএসএফ। বিজিবি-বিএসএফ এর মাঝে পতাকা বৈঠক শেষে প্রায় ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আশাবাড়ি সীমান্ত দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়।

আটককৃত তিন র‌্যাব সদস্য হলেন, কনস্টেবল রিদান বড়ুয়া, আবদুল মজিদ ও সৈনিক ওয়াহিদ এবং দুই নারী সোর্স লিজা ও তার খালা।


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল