২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চলমান অভিযান সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

চলমান অভিযান সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির - ছবি : সংগৃহীত

 দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতিকে অন্যতম বড় বাধা হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রপতি আবদুল হামিদ জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘নিজে অন্যায় করব না, অন্যকেও করতে দেব না- এ নীতিকে সামনে রেখে সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি দূর করতে সবাইকে শপথ নিতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে আর প্রতিষ্ঠিত হবে সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা।’

দুর্গাপূজা কেবল ধর্মীয় নয়, সামাজিক উৎসবও জানিয়ে তিনি বলেন, ‘দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ-উৎসবে মেতে ওঠেন। সবার মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্যের সেতুবন্ধন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে দুর্গোৎসব হয়ে উঠে সার্বজনীন।’

অসুর ও অশুভ শক্তি পরাস্তের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠাই দুর্গাপূজার মর্মবাণী। সমাজ থেকে অন্যায়, অবিচার ও অশুভ তৎপরতাকে রুখে দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিতভাবে একটি সাম্য, সৌহার্দ ও শান্তিময় সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে, যোগ করেন রাষ্ট্রপতি।  

সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাঙালির চিরকালীন ঐতিহ্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সামগ্রিক অগ্রযাত্রার জন্য সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব, বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন। সুত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement