২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মধুর ক্যান্টিনে চেয়ার না পেয়ে ফ্লোরে বসলেন ছাত্রদলের নেতারা

মধুর ক্যান্টিনের ফ্লোরে অবস্থান নিয়েছে ছাত্রদল - ছবি : নয়া দিগন্ত

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসায় মধুর ক্যান্টিন থেকে চেয়ার টেবিল সরিয়ে ফেলা হয়েছে। তারপরও ছাত্রদলের নেতৃবৃন্দ ক্যান্টিনের ফ্লোরে বসে প্রতিবাদ জানাছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, তারা প্রতিদিনের মতো আজকেও বিশ্ববিদ্যালয়ে আসেন। সব ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে বসে আড্ডা দেন এবং কুশল বিনিময় হয়। তাছাড়া রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়। কিন্তু রাজনীতির তীর্থস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ যাতে বসতে না পারি সেজন্য পরিকল্পিতভাবে টেবিল চেয়ার সরিয়ে নেয়া হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার তিনি বলতে পারেননি।

আজ সকালে ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ শতাধিক নেতাকর্মী ঢাবি ক্যাম্পাসে আসেন। এসময় ছাত্রদলের নেতা জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, তানজিল হাসানসহ অসংখ্য নেতাকর্মী মধুর ক্যান্টিনে ফ্লোরে অবস্থান করছেন।


আরো সংবাদ



premium cement