১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ক্যাসিনো চালুকারীদেরও আইনের আওতায় আনা উচিত : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বললেন মাদরাসা শিক্ষার্থীরা নয়, ইংরেজি শিক্ষিতরা উগ্রবাদে ঝুঁকছে - ছবি : নয়া দিগন্ত

যারা ক্যা‌সি‌নো চালু ক‌রে‌ছেন তা‌দেরও আইনের আওতায় আনা উচিত ব‌লে মন্তব্য করেছেন বাংলা‌দেশ আওয়ামী‌ লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার দুপু‌রে মহানগর নাট্যম‌ঞ্চে ইউনাইটেড ইসলা‌মিক পা‌র্টি আ‌য়ো‌জিত ওলামা-মাশা‌য়েখদের ‘জ‌ঙ্গিবাদবি‌রোধী মহাসমা‌বে‌শে’ প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

‌তি‌নি ব‌লেন, ‘প্রধানমন্ত্রী আজ ক‌ঠোর অবস্থান নি‌য়ে‌ছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মদ, জুয়া, হাউজি বন্ধ ক‌রে‌ছি‌লেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে সে‌টি আবার চালু ক‌রেন। ‌তি‌নি সং‌বিধা‌নে বিস‌মিল্লাহ দি‌য়েছেন। পাশাপা‌শি মদ, জুয়া, হাউজিও দিয়েছেন।’

হাছান মাহমুদের দাবি, মির্জা আব্বাস, সাদেক হো‌সেন খোকা, মোসা‌দ্দেক হো‌সেন ফালুসহ বিএন‌পি নেতারাই দে‌শে ক্যাসি‌নো চালু ক‌রে‌ছেন।

তিনি বলেন, ‘আমি ম‌নে ক‌রি যারা এসব চালু ক‌রে‌ছেন চলমান অভিযানে তা‌দেরও আইনের আওতায় আনা উচিত। আজ‌কে যারা এসব চালা‌চ্ছে এবং চালু ক‌রে‌ছেন তারাও দায় এড়া‌তে পা‌রেন না।’

বিএন‌পি মহাস‌চিব‌কে উদ্দেশ ক‌রে তি‌নি ব‌লেন, ‌‘মির্জা ফখরুল ইসলাম‌কে বল‌বো, কথা না ব‌লে যারা ক্যা‌সি‌নো চালু ক‌রে‌ছেন তা‌দের দল থে‌কে ব‌হিষ্কার করুন। তা‌দের‌কে দ‌লের পদ থে‌কে স‌রি‌য়ে দিন।’

‌ওলামা মাশা‌য়েখ‌দের উদ্দেশে তথ্যমন্ত্রী ব‌লেন, ‘আওয়ামী লীগ সরকার ইসলা‌মের জন্য য‌তো কাজ ক‌রে‌ছে আর কোনো সরকার সেটা ক‌রে‌নি। শ‌ত বছ‌রের পুর‌নো দা‌বি- কওমী সনদের স্বীকৃ‌তি এত‌দিন পূরণ হয়‌নি। এ দা‌বি পূরণ ক‌রে‌ছে বাংলা‌দেশ আওয়ামী লীগ সরকার। সেই দা‌বি পূর‌ণের পাশাপা‌শি কওমি মাদরাসা থে‌কে পাশ করা ক‌য়েক হাজার শিক্ষার্থীর চাক‌রিও হ‌য়ে‌ছে।’

‌তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খা‌লেদা জিয়া এবং বিএন‌পি সরকারই বাংলা‌দেশ‌কে জ‌ঙ্গিবা‌দের অভায়ার‌ণ্যে প‌রিণত ক‌রে‌ছে। জ‌ঙ্গিবাদ‌কে জ‌ঙ্গিবাদ বল‌বেন। কিন্তু ইসলা‌মি জ‌ঙ্গিবাদ বল‌বেন না। ইসলাম কখ‌নো জ‌ঙ্গিবাদ‌কে সমর্থন ক‌রে না। এটি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শুধু প্রধানমন্ত্রী থাকাকা‌লীন নয়, বি‌রোধীদলীয় নেত্রী থাকাকা‌লীনও বি‌ভিন্ন বক্তৃতা ও সে‌মিনা‌রে দেশ ও দে‌শের বাইরে ব‌লে‌ছেন।’

তথ্যমন্ত্রী ব‌লেন, ‘আজ‌কে দেখা যা‌চ্ছে মাদরাসার শিক্ষার্থীরা নয় যারা ইং‌লিশ মি‌ডিয়া‌মে পড়াশুনা করে‌ছেন তা‌দের অনেকে জ‌ঙ্গিবা‌দের দি‌কে ঝুঁকে‌ছে।’


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল