১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

ড. কালাম স্মৃতি পদকের জন্য মনোনিত হাসিনা

ড. কালাম স্মৃতি পদকের জন্য মনোনিত হাসিনা - ছবি : সংগৃহীত

‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস-২০১৯’ পদকের জন্য মনোনিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেস উইং জানায়, সোমবার বিকালে প্রধানমন্ত্রীর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে পদকটি হস্তান্তর করা হবে।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ পদকটি চালু করা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে এ স্বীকৃতি দেয়া হয়।

ড. কালাম ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস পদক সেসব রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান বা নেতাদের দেয়া হয়, যারা তাদের নিজস্ব ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন এবং তাদের নিজ দেশের জন্য সেরাটা অর্জনে দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন।


আরো সংবাদ



premium cement