২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পুলিশকে জনগণের বন্ধু হতে বললেন প্রধানমন্ত্রী

পুলিশকে জনগণের বন্ধু হতে বললেন প্রধানমন্ত্রী - ছবি : সংগৃহীত

পুলিশ বাহিনীকে জনগণের কল্যাণ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা জনগণের পুলিশ, তাদের কল্যাণ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।’ রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৬তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) পাসিং আউট প্যারেডে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

‘বিপদের সময় জনগণের বন্ধু’ হিসেবে নিজেকে গড়ে তুলতে পুলিশ কর্মকর্তাদের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, তার সরকার দেশকে উন্নত করেছে এবং এটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। আমরা দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেজন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। পুলিশ এসব ক্ষেত্রে দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছে এবং এজন্য আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে যাতে এই ‘অন্ধকার সমস্যা’ দেশ থেকে দূর হয়।

মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ পুলিশ সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা বজায় রেখে ও জনগণের প্রত্যাশা পূরণের জন্য নতুন এএসপিদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর সালাম গ্রহণ করেন এবং মনোজ্ঞ প্যারেড পরিদর্শন করেন।

কোর্সের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাম্মদ খায়রুল কবির, সাইফুল ইসলাম খান এবং মোহাম্মদ আবদুল্লাহকে পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে সারদা পুলিশ একাডেমিতে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি ও একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত মহাপরিদর্শক মো. নজিবুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের

সকল