২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কাদের সিদ্দিকীকে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকতে দেয়া হয়নি

কাদের সিদ্দিকীকে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকতে দেয়া হয়নি - ছবি : সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে ধানমন্ডির ৩২ নম্বরে ঢুকতে দেয়া হয়নি। দলটির যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী নয়া দিগন্তকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গবীর বৃহস্পতিবার বিকাল চারটায় ধানমন্ডির ৩২ নম্বরে গেলে তাকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঢুকতে দেয়নি। বঙ্গবীরকে জানান হয়, আজকে পরিবারে সদস্যরাই কেবল ৩২ নম্বরে প্রবেশ করতে পারবে। ইকবাল সিদ্দিকী আরো জানান, বঙ্গবন্ধুর মেয়ে শেখ রেহানাই বঙ্গবীর’কে বলেছেন ৩২ নম্বর শুধু পরিবার নয় সব মানুষের জন্য সব সময় উন্মুক্ত থাকবে। আর এজন্যই বঙ্গবীর এদিনে গিয়েছিলে সেখানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য তাকে ঢুকতে দেয়া হয়নি। 

এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গসংগঠন যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল নয়া দিগন্তকে জানান, প্রতিবছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে গেলে তিনি সেখানে আসরের নামাজ আদায় করেন। কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন। কিন্তু এবার বঙ্গবীরকে সে সুযোগ দেয়া হল না।

উল্লেখ্য ২০১৭ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) স্ত্রী সন্তানসহ ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত সকলে আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। কাদের সিদ্দিকীকে বাড়ির ভেতরে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রেহানাসহ কাদের সিদ্দিকীর পরিবারের সাথে দীর্ঘ একঘন্টা সময় কাটান তিনি। এসময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীকে আবেগে জড়িয়ে ধরেন বঙ্গবন্ধুর দুই কন্যা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় ওই বছর ১৫ আগস্ট সন্ধ্যায় কাদের সিদ্দিকী যখন ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করতে যান তখন নিরাপত্তারক্ষীরা তাকে ফিরিয়ে দিয়ে বলেন, এখন পরিবারের সদস্য ছাড়া কোনো অতিথি প্রবেশের অনুমতি নেই। কিন্তু কাদের সিদ্দিকীর গেট থেকে ফিরে যাওয়ার খবর চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

 


আরো সংবাদ



premium cement

সকল