২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হাফিজ সাঈদ গ্রেফতার

হাফিজ সাঈদ গ্রেফতার - সংগৃহীত

জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদকে গ্রেফতার করেছে পাকিস্তান । তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমকে উদৃত করে এই সংবাদ প্রকাশ করেছে এএনআই।

কিছু দিন আগেই হাফিজ সাঈদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পাকিস্তান প্রশাসন। তাতে উগ্রবাদী কার্যকলাপ চালানো, সন্ত্রাসে মদত দেয়া অর্থ যোগানোর অভিযোগ আনা হয়। তার পরই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অপরাদ দমন শাখা গ্রেফতার করে হাফিজকে।

পাকিস্তান সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। যদিও সরকারি ভাবে পাকিস্তান এখনও হাফিজ সাঈদের গ্রেফতারি নিয়ে কোনও কিছু ঘোষণা করেনি।

২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড উল্লেখ করে ভারত হাফিজকে গ্রেফতার করার জন্য দীর্ঘ দিন ধরে পাকিস্তানের কাছে দাবী করে আসছে। ওই হামলার পরই হাফিজের যুক্ত থাকার তথ্য প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। পাশাপাশি মুম্বাই হামলার পর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহলেও এ নিয়ে চাপ তৈরির কূটনৈতিক কৌশল বজায় রেখেছে নয়াদিল্লি।


আরো সংবাদ



premium cement