২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সুশাসনের জন্য নতুন রাজনৈতিক চুক্তি দরকার : ইনু

-

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘রাজনীতির নতুন পর্বে জঙ্গিবাদের ধ্বংস্তূপের উপর দলবাজী-গুন্ডামী-দুর্নীতি-লুটপাট-বৈষম্যমুক্ত সুশাসনের দেশ গড়ার জন্য নতুন রাজনৈতিক চুক্তি দরকার। নতুন পর্বের নতুন রাজনৈতিক চুক্তি বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক-প্রগতিশীল-অসাম্প্রদায়িক শক্তির কার্যকর ঐক্য প্রয়োজন।’

আজ শুক্রবার নগরীর মহানগর নাট্যমঞ্চে জাসদের জেলা-উপজেলা কমিটির নেতাদের অংশগ্রহণে প্রতিনিধি সভার উদ্বোধনী অধিবেশনের ভাষণে এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চের উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের তালে তালে দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দলীয় পতাকা উত্তোলন করে প্রতিনিধি সভার উদ্বোধন করেন।

জাসদের এ প্রতিনিধি সভায় প্রতিনিধি হিসাবে দলের জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন। এখন পর্যন্ত সহস্রাধিক প্রতিনিধি সভায় যোগদান করেছেন।

ইনু আরো বলেন, ‘সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে দল না দেখে, মুখ না দেখে আইনের কঠোর প্রয়োগ, সকল পর্যায়ে জনপ্রশাসন, পুলিশ, সরকারী কর্মকর্তাদের নিরপেক্ষতার মধ্য দিয়েই আইনের শাসন ও সুশাসনের পথ তৈরি হবে। আইনের শাসন-সুশাসনের পথ তৈরি করতে পারলেই দলবাজী-গুন্ডামী-দুর্নীতি-লুটপাট-খাদ্য ও ওষুধে ভেজাল-ধর্ষণ-নির্যাতন বন্ধ হবে।’

ইনু বলেন, ‘জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা-ধর্মান্ধতা-কুসংস্কার শিকড়সহ উপড়ে ফেলেই অর্জিত রাজনৈতিক শান্তি টেকসই করতে হবে।’

বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি- ‘সোনার বাংলা শ্মশান কেন?’ উদ্ধৃত করে ইনু বলেন, ‘স্বাধীন দেশে গরীব কেন? দেশে ও সমাজে এতো বৈষম্য কেন? বৈষম্যের অবসানে সংবিধানের পাতায় লেখা অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় অর্থনৈতিক নীতি ও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতেই হবে।’

ইনু জনগণের পাশে দাঁড়ানোর এবং জাসদকে জনগণের কণ্ঠস্বরে পরিণত এবং সুশাসনের জন্য লড়াই করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

অপরদিকে শিরীন আখতার দলীয় নেতা-কর্মীদের সক্রিয় ও সংগঠিত হবার আহ্বান জানিয়ে বলেন, ‘জনতার কাছে যেতে হবে-জনতার সমর্থন আদায় করতে হবে- জনতার সাথে একতাবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, দলবাজ-ক্ষমতাবাজ-দুর্নীতিবাজদের প্রতিরোধ কর, সুশাসন ও আইনের শাসন নিশ্চিত কর, চিহ্নিত লুটেরা-ঋণখেলাপী-কালো টাকার মালিকদের কবল থেকে দেশ-অর্থনীতি-ব্যাংক-শেয়ার বাজার বাঁচাও, অর্থনীতি ও সমাজে বৈষম্যের অবসান কর।

দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে শুরু হওয়া উদ্বোধনী অধিবেশনে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, সহ-সভাপতি অ্যাড. শাহ জিকরুল আহমেদ, রেজাউল করিম তানসেন, স্থায়ী কমিটির সদস্য এড. হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি আবদুল হাই তালুকদার, ফজলুর রহমান বাবুল, আফরোজা হক রীনা, সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, লোকমান আহমেদ, সাখাওয়াত হোসেন রাঙ্গা, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, অ্যাডভোকেট সাদিক হোসেন প্রমুখ।

দেখুন:

আরো সংবাদ



premium cement
রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বললেন আফ্রিদি গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত অভিযোগ করার পর ইনসুলিন ইঞ্জেকশন কেজরিওয়ালকে! হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী

সকল