১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিএনপি এখন গণতন্ত্র সঙ্কটে রয়েছে : কাদের

বিএনপি এখন গণতন্ত্র সঙ্কটে রয়েছে : কাদের - সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্র সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তি‌নি বলেন, দেশের কোথাও গণতন্ত্রের সঙ্কট নেই। বিএনপিতেই গণতন্ত্রের সঙ্কট চলছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংসদ নির্বাচনের জয় লাভ করেও শপথ না নিয়ে ওই আসনে উপনির্বাচনে তাদের দল থেকে অন্য জনকে মনোনয়ন দিয়েছে এটা কোন নীতি, কোন আর্দশ, কোন গণতন্ত্র।

আওয়ামী লীগ জনগণের স্বার্থে কাজ করে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণের প্রতি আওয়ামী লীগের দায়বদ্ধতা রয়েছে। জনস্বার্থকে ঘিরেই আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সকল কাজ। বিএনপির জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। তারা নেতিবাচক রাজনীতি করে। যারা নেতিবাচক রাজনীতি করে তাদের মুখে এসব কথা মানায় না।

শেখ হাসিনার কারণে খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না বিএনপির নেতাদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সড়কমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি সরকারের কোনো বিষয় নয়। এটা সম্পূর্ণ বিচার বিভাগের এখতিয়ার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিএনপির হিম্মত থাকলে আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করে দেখাক।

দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তৃতা করেন দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, সাংসদ নূরুল আমীন রুহুল, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত

সকল