২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নয়া পল্টনে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বিক্ষোভ

-

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার সকালে বিক্ষোভ করছে ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা ও তাদের সমর্থকরা। এসময় তারা বেগম জিয়ার মুক্তি, বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

উল্লেখ্য, ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য বয়সসীমা বেঁধে দেয়ার পর থেকেই বয়সীমা না বেঁধে দিয়ে ধারাবাহিক কমিটির দাবিতে আন্দোলন করে আসছিলো ছাত্রদলের একাংশ । পরে গত পরশু আন্দোলনরত ছত্রদল নেতাকর্মীর সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর সদ্য বিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ১১ নেতাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করা হয়।

সদ্য বিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ নয়া দিগন্তকে বলেন, আমাদের দাবি বয়সসীমা তুলে দিয়ে স্বল্পমেয়াদী ছয় মাসের কমিটি এবং আমাদের এই দাবির সাথে নতুন দাবি যোগ হয়েছে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা। আমাদের এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement