২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম-নির্যাতন ও গ্রেফতারের জামায়াতের উদ্বেগ

-

শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলমানদের উপর সে দেশের সরকারের জুলুম-নির্যাতন ও নির্বিচারে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। সোমবার এক বিবৃতিতে বলেন, ‘শ্রীলংকার সংখ্যালঘু মুসলমানদের উপর সে দেশের সরকারের অব্যাহতভাবে জুলুম-নির্যাতন এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’ 

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘শ্রীলঙ্কায় গত ২১ এপ্রিল হোটেল ও চার্চে উগ্রবাদীদের বোমা হামলার ঘটনার পর সেখানকার মুসলমানদের উপর সে দেশের সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা অত্যাধিক বেড়ে গিয়েছে। এ যাবত ১৭২০ জন মুসলমানকে গ্রেফতার করা হয়েছে। এমনকি মসজিদে মুসলমানরা নামাজ আদায় করতেও যেতে পারে না। মসজিদ ভেংগে ফেলার মত ঘটনাও ঘটেছে। সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে ও গ্রেফতার করে শ্রীলংকা সরকার জাতিসংঘ কর্তৃপক্ষ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সনদে বর্ণিত ধর্মীয় অধিকার লংঘন করছে। এ সবের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি মুসলিম উম্মাহ ও জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘শ্রীলঙ্কার মুসলমানদের উপর জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করে জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সে দেশের সকল মানুষের শান্তিতে নিরাপদে বসবাস করার সুব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি শ্রীলংকার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement