২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

‘অনুগত নীতির মনোভাব নিয়ে পানির ন্যায্য অধিকার আদায় করা যাবে না’

- ছবি : সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে হতাশা তৈরী হয়েছে। তিনি সংকট উত্তরণে জরুরী ভিত্তিতে সর্বাত্মক রাজনৈতিক ও কুটনৈতিক উদ্যোগ প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।

এর পাশাপাশি তিনি বলেন, ইলিশ মাছ আর জামদানি শাড়ির কুটনীতি দিয়ে বা ভারতের প্রতি অনুগত নীতির মনোভাব নিয়ে পানির উপর বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় করা যাবে না। এই ব্যাপারে সরকারের অবস্থান পরিস্কার করারও আহ্বান জানান। সোমবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

গত রোববার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, ভারতের কাছ থেকে তিস্তার পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে প্রধানমন্ত্রী পরিস্কার কোন অবস্থান গ্রহণ করেননি। প্রকারান্তরে প্রধানমন্ত্রী বিষয়টি এড়িয়ে গেছেন। অথচ তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিস্কার করেছে। তিস্তার পানি ভারতের কোন দয়া নয় বা অনুগ্রহের ব্যাপার নয়। সমতা, ন্যায্যতা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিন্ন আন্তর্জাতিক নদীর পানির উপর বাংলাদেশের ন্যায্য অধিকার রয়েছে।

একিসাথে তিনি বলেন, রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবসনের ব্যাপারেও প্রধানমন্ত্রীর বক্তব্যে কোন আশার আলো নেই। এই ব্যাপারে বাংলাদেশ তার বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃত চীন, রাশিয়া, এমনকি ভারতের সমর্থন নিয়ে সর্বাত্মক কুটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এই পরিস্থিতি চলতে থাকলে এবং অনতিবিলম্বে মায়ানমারে রোহিঙ্গাদের ফেরত না পাঠালে রোহিঙ্গারা নানা দিক থেকেই বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি ক্রমে আরো বাড়িয়ে তুলবে। তিনি অনতিবিলম্বে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘গণমাধ্যমের উপর চাপ নেই’ বলে যে বক্তব্য দেয়া হয়েছে দেশবাসী এখন বাস্তবেই তা দেখার প্রতিক্ষায় থাকবে।


আরো সংবাদ



premium cement
দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল

সকল