২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সংবিধান সমুন্নত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : ড. কামাল

-

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের সংবিধান সমুন্নত রাখতে হলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে অসম্ভবকে সম্ভব করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নাগরিক ঐক্যের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ড. আসিফ নজরুল প্রমুখ।
ড. কামাল হোসেন বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশকে স্বাধীন করেছিলাম। বাংলাদেশকে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ দিতে হলে আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতির মোকাবেলা করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।


আরো সংবাদ



premium cement