২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ড্যাব’র নতুন সভাপতি ডা. হারুন মহাসচিব ডা. সালাম

-

বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক ডা. হারুন অর রশীদ। মহাসচিব পদে বিজয়ী হয়েছে অধ্যাপক ডা. আব্দুস সালাম। হারুন অর রশীদ ও আব্দুস সালাম পরিষদের অন্যান্য বিজয়ীরা হলেন- কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সভাপতি পদে ডা. সেলিম, যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছে ডা. মেহেদী হাসান।
ড্যাবের এই নির্বাচনে ডা. হারুন অর রশীদ ও ডা. আব্দুস সালাম পরিষদের সকলেই নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ড্যাবের মোট ২৬৪ জন কাউন্সিলরের মধ্যে শেষ পর্যন্ত ভোট পড়েছে ২৪৮টি।কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ভোটার (কাউন্সিলর) ২৬৪ জন। এর মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলর ১৩১ জন এবং অবশিষ্ট কাউন্সিলর জেলা ও অন্যান্য সাংগঠনিক জেলা থেকে।
এই নির্বাচনে অন্য প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন। অধ্যাপক মোস্তাক রহিম স্বপনের নেতৃত্বে প্যানেলে মহাসচিব পদ প্রার্থী ছিলেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কোষাধ্যক্ষ প্রার্থী ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান। সিনিয়র সহসভাপতি প্রার্থী ছিলেন যথাক্রমে ডা. বজলুল গণি ভুঁইয়া।


আরো সংবাদ



premium cement