১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

মোহাম্মদ নাসিমের বক্তব্য শিশুসুলভ : জামায়াত

- সংগৃহীত

খাদ্যে ভেজালের জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম গত ২০ মে জাতীয় সংসদ প্রাঙ্গণে আয়োজিত তরিকত ফেডারেশনের ইফতার মাহফিলে যে হাস্যকর বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম খাদ্যে ভেজালের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে যে হাস্যকর বক্তব্য প্রদান করেছেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার ঐ বক্তব্য শিশুসুলভ বক্তব্য ছাড়া আর কিছুই নয়।

তিনি আরো বলেন, যা কিছুই ঘটে তার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে হীন রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বক্তব্য দেয়া তাদের রাজনৈতিক অপকৌশল ছাড়া আর কিছুই নয়। তিনি ইফতার মাহফিল থেকে ঐ অসত্য বক্তব্য দিয়ে রমাদানের মর্যাদা ও পবিত্রতাকেই ক্ষুণ্ণ করেছেন। তার মত একজন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে দেশবাসী এ ধরণের কুরুচীপূর্ণ বক্তব্য আশা করে না। তিনি ইফতার মাহফিলে অসত্য বক্তব্য দিয়ে নিজের মর্যাদাই ক্ষুণ্ণ করেছেন।

খাদ্যে ভেজাল দান একটি গর্হিত অপরাধ। এ ধরণের অপরাধের সাথে জামায়াতে ইসলামীর জড়িত থাকার প্রশ্নই আসে না। বরং সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করলে দেখা যাবে যে, খাদ্যে ভেজাল দান করার সাথে জড়িত ব্যক্তিরা অধিকাংশই সরকারের আশীর্বাদপুষ্ট।

এ অসত্য বক্তব্য প্রত্যাহার করে ভবিষ্যতে এ ধরণের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য মোহাম্মাদ নাসিমের প্রতি আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
মোস্তাফিজের বিকল্প ভাবছে চেন্নাই, দলে ভিড়িয়েছে এক ইংলিশ পেসার বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে?

সকল