১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিএসএমএমইউ থেকে খালেদা জিয়াকে নেয়া হবে কেরানীগঞ্জে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসএমএমইউ থেকে খালেদা জিয়াকে নেয়া হবে কেরানীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী - সংগৃহীত

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াকে রাখা হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। এই কারাগারে নারী বন্দীদের যেখানে রাখা হয় সেখানেই তাকে রাখা হবে।

খালেদা জিয়া এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন। সেখান থেকে চিকিৎসা শেষে তাকে কেরানীগঞ্জের কারাগারে নেয়া হবে। দুর্নীতির মামলায় সাজার রায় হওয়ার পর থেকেই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখা হয়।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে তার দপ্তরে গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে। মন্ত্রী বলেন, কেরানীগঞ্জের কারাগারে এতদিন নারী বন্দীদের রাখার জায়গা প্রস্তুত ছিল না। এখন তৈরি হয়েছে। এখন বিএনপির চেয়ারপারসনকে সেখানেই রাখা হবে।


আরো সংবাদ



premium cement