২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমরা রাজনীতিতে একটি গুনগত পরিবর্তন আনতে চাই : জি এম কাদের

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জি এম কাদের - ছবি : নয়া দিগন্ত

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সেবার মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছি। রাজনীতিতে কর্তৃত্ব বা জমিদারী করতে আসিনি। আমরা রাজনীতিতে একটি গুনগত পরিবর্তন আনতে চাই। তিনি বলেন, পাওয়ার আকাঙ্ক্ষা নয়, ত্যাগ স্বীকারের মানসিকতা যাদের থাকবে তারাই রাজনীতিতে এগিয়ে যাবে।

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় যুব সংহতি আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জি এম কাদের আরো বলেন, দলের সবাইকে নিয়ে রাজনীতি করবো। সবার মতামতের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত হবে। আমরা জাতীয় পার্টিকে আরো শক্তিশালী দলে পরিণত করতে কাজ করবো। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করাতে চাই।

তিনি বলেন, অনেকেই রাজনীতিকে ব্যবসার মতো মনে করে, আমরা রাজনীতিকে সেবার মানসিকতায় দেখছি।

পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, সবাই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসুন জাতীয় পার্টিকে শক্তিশালী করতে। সবাইকে নিয়েই আমরা শক্তিশালী জাতীয় পার্টি গড়তে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, জাতীয় পার্টিতে কোনো বিদ্রোহী নেই।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, যারা জাতীয় পার্টি করবেন তাদের সবাইকেই হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনা মানতে হবে। আমরা দলকে কখনোই ছোট করতে চাই না, কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চাই না। আমরা সবাইকে নিয়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে কাজ করবো।

রাঙ্গা বলেন, এখন বাংলাদেশে রাজনীতিতে জাতীয় পার্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আগামী দিনে শুধু জাতীয় পার্টি একটি বড় দল হিসেবে শক্তিশালী অবস্থান নিবে জাতীয় রাজনীতিতে।

জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারন সম্পাদ মাহমুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, হাজী সাইফুদ্দীন মিলন, রেজাউল ইসলাম ভূইয়া, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা নাজমা ইসলাম এমপি, ভাইস চেয়ারম্যান সরদার শাহজাহান, যুগ্ম মহাসচিব জহিরুল আলম রুবেল, যুবনেতা মিয়া আলমগীর, গাজী আবদুস সালাম, মঞ্জুরুল হক মঞ্জু।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আজম খান, ফখরুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, হাসিবুল ইসলাম জয়, সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, ইসহাক ভূইয়া, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, আমির উদ্দিন ঢালু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহাদ উদ্দিন চৌধুরী, মহিলা পার্টির নেত্রী লিজা, হাসনা হেনা, তাসলিমা আকতার, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সোলায়মান সামি, জিয়াউর রহমান বিপুল, আনোয়ার হোসেন তোতা প্রমুখ নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement