২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শপথের ব্যাপারে সরকারে চাপ আছে : ফখরুল

শপথের ব্যাপারে সরকারের চাপ আছে : ফখরুল - সংগৃহীত

বিএনপির নির্বাচিতদের শপথ নিতে সরকারের পক্ষ থেকে চাপ রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের এ অভিযোগ করেন।

বিএনপির নির্বাচিতদের শপথের বিষয়ে সরকার থেকে কোনো চাপ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটাতো স্বাভাবিক। বাংলাদেশের রাজনীতিতে খুবই কমন বিষয়। সরকারের চাপেই জাহিদুর রহমান শপথ নিয়েছেন।’

তিনি বলেন, ‘এদেশে বহুবার বিএনপি ভাঙার প্রচেষ্টা হয়েছে। কিন্তু, কখনো এই চেষ্টা সফল হয়নি। বারবারই বিএনপি নিজের পায়ে দাঁড়িয়েছে। স্বমহিমায় জনগণের কাছে ফিরে এসেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা উদ্বিগ্ন নই। বিএনপি জনগণের দল। দল হিসেবে দেশ গঠনে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এই দল ভাঙা সহজ নয়।’ তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত না মেনে শপথ নিয়ে জাহিদুর রহমান গর্হিত কাজ করেছেন। অন্যায় করেছেন। তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘একজন মাত্র শপথ নিয়েছেন। বাকি যারা নির্বাচিত আছেন, তাদের সিদ্ধান্ত আমরা এখনো জানি না। তারা কি করবেন, দলকে জানাননি। তবে শপথ না নেয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত বহাল আছে। আমরা শপথ নেব না, এ বিষয়ে কোনো দ্বিমত থাকার সুযোগ নেই।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া

সকল