২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির বিষয়ে কোন কথা হয়‌নি : তথ্যমন্ত্রী

বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির বিষ‌য়ে কোন কথা হয়‌নি : তথ্যমন্ত্রী - সংগৃহীত

খা‌লেদা জিয়ার প্যা‌রো‌লে মু‌ক্তি ও নির্বাচিত সংস‌দে আসার বিষ‌য়ে তা‌দের সা‌থে কোন কথা হয়‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তথ্যমন্ত্যী ড.হাছান মাহমুদ।

শুক্রবার দুপু‌রে রাজধানীর জাতীয় শিল্পকলা একা‌ডেমী‌তে ফটোজার্নালিস্ট এ‌সো‌সি‌য়েশন আ‌য়ো‌জিত রুপ‌সি বাংলা ফ‌টো প্রদর্শনীর উ‌ত্ভোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

‌তি‌নি ব‌লেন, বেগম খা‌লেদা জিয়া অপরা‌ধের কার‌ণে আদাল‌তের রা‌য়ে শা‌স্তি ভোগ কর‌ছেন। আওয়ামীলীগ এমন কোন কার‌ণে ঠে‌কে‌নি যে তা‌কে প্যা‌রে‌লে মু‌ক্তি দিবে। এ‌টি সম্পূর্ণ আদাল‌তের বিষয়। যে শা‌স্তি ভোগ কর‌ছেন তি‌নি চাইলে শুধু প্যা‌রো‌লে মু‌ক্তি পে‌তে পা‌রেন।

তথ্যমন্ত্যী বলেন, যারা জনগ‌ণের ভো‌টে নিবর্া‌চিত হয়ে‌ছেন তা‌দের সংস‌দে আসা দরকার। যা‌তে জনগ‌ণের আশা আকাঙকা পুরণ কর‌তে পা‌রেন। সংস‌দে না আস‌লে তা‌দের দা‌বিগু‌লো বল‌বে কে।

এক প্র‌তি‌বেদ‌নে চাংলা‌দেশ গণমাধ্যম সূচ‌কে ৪ধাপ অবণ‌তির বিষ‌য়ে তথ্যমন্ত্রী ব‌লেন, এই রিপোর্টের বিষ‌য়ে আ‌মি একমত নই। এমনও হ‌তে পা‌রে অন্য এক‌টি প্র‌তিষ্ঠান আবার ৪ধাপ অগ্রগ‌তি দে‌খি‌য়ে‌ছে। পৃ‌থিবীর অন্য যে কোন দে‌শের চে‌য়ে আমা‌দে‌র দে‌শে গণমাধ্যম অ‌নেক বেশি স্বাধীন।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প‌ত্রিকার সংখ্যা ৭ শ থে‌কে বা‌ড়ি‌য়ে ১২ শ' এর অ‌ধিক করা হ‌য়েছ। একইভা‌বে টি‌ভির সংখ্যাও বে‌ড়ে‌ছে।

ফ‌টো সাংবা‌দিক‌দের উ‌দ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, ফ‌টো সাংবা‌দিকদের অ‌নেক সময় ঝু‌ঁকি নি‌তে হয়। তা‌তে অ‌নেক সময় ক্ষ‌তি সহ জীবন বিপন্ন হওয়ার ম‌তো ও ঝু‌কি থা‌কে। এসবের ম‌ধ্যদি‌য়ে তা‌দের মর্যাদা নিহিত থা‌কে। অ‌নেক সময় আবার এক‌টি ছ‌বি হ‌য়ে উ‌ঠে এক‌টি ই‌তিহাস। গ‌বেষণার উপলক্ষ হ‌য়ে উঠে এক এক‌টি ছ‌বি। ছ‌বি শুধু ব্য‌ক্তি‌কে সংরক্ষন ক‌রে না ই‌তিহাস‌কেও সংরজ্ষণ ক‌রে ক‌রে ব‌লে জানান তি‌নি।

বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডেমীর মহাপ‌রিচালক লিয়াকত আলী লাকীর সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, নৌ প‌রিবহন মন্ত্রণাল‌য়ের প‌্র‌তিমন্ত্রী খা‌লিদ মাহমুদ চৌধু‌রি, জাতীয় প্রেসক্লা‌বের সভাপ‌তি সাইফুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল