২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র করছে সরকার : রিজভী

বিএনপি
রিজভী বললেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ষড়যন্ত্রে লিপ্ত - ছবি : নয়া দিগন্ত

সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই মিডনাইট সরকার দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা না করে প্যারোল দেয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই- বিএনপি বেগম জিয়ার প্যারোলে মুক্তি চায় না, নিঃশর্ত মুক্তি চায়।’

আজ বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় সরকার ঈর্ষান্বিত হয়ে তাকে আবারো হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করছে। সরকারি লোকদের অর্থে পরিচালিত একটি টিভি চ্যানেল ও মিথ্যাচারে নিয়োজিত কিছু হলুদ সাংবাদিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কাল্পনিক রচনা প্রতিযোগিতায় নেমেছে।’

রাকসুর সাবেক এই ভিপি বলেন, ফাতেমার মা বলেছেন তাদের প্রাণনাশের হুমকি দিয়ে এধরণের সাক্ষাৎকার নেয়া হয়েছে। তিনি বলেছেন, ফাতেমার প্রাপ্য টাকা ছাড়াও তাকে অগ্রিম টাকা দেয়া হয়। এমনকি ফাতেমাকে সকল উৎসব বোনাস প্রদান করা হয় বলেও জানান রিজভী।

তথ্যমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘যারা অন্ধকারে ভোট করে তারা কতটুকো সাহসী তা জনগণ জানে। রিজভী বলেন, তারেক রহমান আইনগত ভাবে জামিনে চিকিৎসার জন্য লন্ডনে আছেন।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনার আন্দোলনের ফসল ১/১১’র সরকার তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে যে নির্যাতন চালিয়েছে তাতে করে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।’

তারেক রহমানের চিকিৎসা চলছে উল্লেখ করে রিজভী বলেন, দেশনায়ক তারেক রহমান সুস্থ হলেই বীরের বেশে দেশে ফিরে আসবেন।

সরকার বাকশাল কায়েম করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘আপনাদের সাহস থাকলে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিন। প্রমাণ করুন কার কতটুকো সাহস, কার কত জনপ্রিয়তা।’

এসময় তিনি বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তার, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার বাবাকে ভয়ভীতি দেখানো হচ্ছে : রিজভী
অনলাইন প্রতিবেদক, ০৯ এপ্রিল ২০১৯
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার বাবাকে ভয়ভীতি দেখিয়ে সরকারের পৃষ্ঠপোষক একটি মিডিয়া সাক্ষাৎকার প্রচার করেছে। বেগম জিয়ার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যারা ফাতেমার পরিবার নিয়ে এতো মাতামাতি করছে তারা সুবর্ণচরের ধর্ষিতা নারীকে নিয়ে কিছু বলছে না কেন? এসব জিনিস তাদের চোখে পরে না।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শ্রমিক রাজনীতিসহ সব অঙ্গ সংগঠনের হারিয়ে যাওয়া লোকগুলোর পরিপূরক খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আমাদের মধ্যে সংশয় আছে বলেই আমরা আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করতে পারছি না।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল প্রমুখ।


আরো সংবাদ



premium cement