২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সব হলরুম বুকিং রেখেছে সরকার, তবুও আমরা সংলাপ করবো : রব

সব হলরুম বুকিং রেখেছে সরকার, তবুও আমরা সংলাপ করবো : রব - নয়া দিগন্ত

২৪ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের গণশুনানির কথা শুনে সরকার রাজধানীর সব হল রুম বুকিং দিয়ে রেখেছে অভিযোগ করে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, পুলিশের অনুমতি ছাড়া কোন হল বুকিং দিতে নিষেধ করে দিয়েছে সরকার। তিনি বলেন তবুও আমরা সংলাপ করবো। রোববার বিকেল সাড়ে ৪টায় মতিঝিলের গণফোরামের কেন্দ্রীয় কার্যলয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রব আরো বলেন, সারা পৃথিবীতে ভোট হয় দিনের বেলা, বাংলাদেশে ভোট হয়েছে রাতের বেলা।

যেকোন মূ্ল্যে গণশুনানি করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা যেকোন মূল্যে গণশুনানি করবো এটা ফাইনাল। আল্লাহর জমিনের যেখানে জায়গা পাবো সেখানেই গণশুনানি করবো। গণশুনানির মাধ্যমে বহিবিশ্বের সামনে এই ভোটারবিহীন নির্বাচনের চিত্র তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন তিন।

জাতীয় ঐক্যফ্রন্টের এই বৈঠকে ড. কামাল হোসেন থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হননি। এছাড়া দেশের বাইরে থাকায় বিএনপি মহাসচিব ও স্টিয়ারিং কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত হতে পারেননি।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরীসহ জোটের স্টিয়ারিং কমিটি এবং ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর সমন্বয় কমিটির কয়েকজন সদস্য উপস্থিত রয়েছেন।

গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ‘ভোট জালিয়াতি’র অভিযোগে আগামী ২৪ ফেব্রুয়ারি গণশুনানির করবে ঐক্যফ্রন্ট।

এদিকে সোমবার বিকেল ৪টায় গণফোরাম কার্যালয়ে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক ও মঙ্গলবার বিকেল ৪ টায় স্টিয়ারিং কমিটির বৈঠক হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।


আরো সংবাদ



premium cement
শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

সকল