২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক চলছে

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক চলছে - সংগৃহীত

রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটির বৈঠক চলছে। রোববার বিকেল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডি সভাপতি আসম আব্দুর রব,সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা আব্দুস সালাম, গণদল চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, ঐক্যফ্রন্টের মিডিয়া উইং এর প্রধান লতিফুল বারী হামিম প্রমুখ।

আরো পড়ুন : গণশুনানীর ভেন্যু পাচ্ছে না ঐক্যফ্রন্ট
নিজস্ব প্রতিবেদক ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৩

একাদশ সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র চিত্র তুলে ধরতে গণশুনানীর জন্য কোন ভেন্যু এখনো পায়নি জাতীয় এক্যফ্রন্ট। ফ্রন্টের একাধিক নেতা অভিযোগ করেছেন, সরকারের হস্তক্ষেপের কারণে কোথাও তারা স্থান বরাদ্দ পাচ্ছেন না। আগামী ২৪ ফেব্রুয়ারি ফ্রন্টের গণশুনানীর কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

গণশুনানীর জন্য রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিউট মিলনায়তন, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ অথবা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনকে স্থান হিসেবে বিবেচনা করেছিল ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে নিয়োজিত জাহাঙ্গীর আলম মিন্টু জানিয়েছেন, তারা ফাঁকা তারিখ দেখে আবেদন করলেও ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ও জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের না করে দিয়েছে। অন্য ভেন্যূগুলো থেকেও তারা সাড়া পাচ্ছেন না।

জানা গেছে, পছন্দসই ভেন্যু না পেলে গণফোরাম অফিসের সামনে অথবা বিএনপির অফিসে গণশুনানী হতে পারে।

ফ্রন্টের নেতারা জানিয়েছেন, এই শুনানিতে একটা আদালত থাকবে, বিচারমঞ্চ থাকবে। গণশুনানীর মাধ্যমে ভোট ডাকাতি চিত্র বিশ্ববাসী ও দেশের জনগনের কাছে পরিস্কার করে তুলে ধরা হবে গণশুনানিতে ক্ষমতাসীন জোট ছাড়া ভোটে অংশগ্রহনকারী সকল দলকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে। যারা ভোটের সময় আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের, যারা অপদস্ত হয়েছেন, যারা কারাবন্দি হয়েছিলেন তাদেরকে এই শুনানিতে আসতে বলা হবে।


আরো সংবাদ



premium cement