২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তাবলিগের দ্বন্দ্ব মিটেছে, ফেব্রুয়ারিতে ইজতেমা : স্বরাষ্ট্রমন্ত্রী

তাবলিগ
বিশ্ব ইজতেমার একাংশ - ফাইল ছবি

তাবলিগ জামাতের প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের বিবাদ মিটে গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসছে ফেব্রুয়ারিতে দুই পক্ষ একসাথে বিশ্ব ইজতেমা করতে সম্মত হয়েছে।

দুই পক্ষের ‘মুরুব্বিদের’ নিয়ে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করার পর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘তাদের বিরোধ মীমাংসা হয়েছে, এখন আর কোনো বিরোধ নেই। ফেব্রুয়ারি মাসে একসাথে ইজতেমা হবে। আগামীকাল ধর্ম প্রতিমন্ত্রীর সাথে দুই পক্ষের দুইজন প্রতিনিধি বসে ইজতেমার তারিখ নির্ধারণ করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে তাবলিগের শূরা সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসেকুল ইসলাম এবং দেওবন্দপন্থীদের মধ্যে শূরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকার পুলিশ কমিশনার মো: আছাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন বৈঠকে।

বিশ্ব ইজতেমাকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বলা হয়। প্রতিবছর জানুয়ারি মাসে টঙ্গীতে এ ইজতেমার আয়োজন হলেও তাবলিগ জামাতের নেতৃত্বের দ্বন্দ্বে এবার তা স্থগিত হয়ে যায়।


আরো সংবাদ



premium cement