২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পল্টনে পুলিশের ওপর হামলা : ছাত্রলীগ নেতাসহ আটক ১৭

পল্টনে পুলিশের ওপর হামলা : ছাত্রলীগ নেতাসহ আটক ১৭ - সংগৃহীত

পুলিশের ওপর হামলার অভিযোগে রাজধানীর পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরণসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। গত রাতে পুরানা পল্টনে আজাদ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, আজাদ সেন্টারে বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে সন্ধ্যায় মিরণ ও তার সঙ্গীদের সাথে আরেক পরে মারামারি থামাতে গেলে পুলিশের ওপর হামলা করে তারা। এ সময় সেখান থেকে মিরণসহ উভয় পরে ১৭ জনকে আটক করে থানায় আনা হয়। 

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন জানান, তুহিন নামে একজনের কাছ থেকে পাওনা টাকা আদায় করার জন্য এক ব্যক্তির প হয়ে মিরণসহ কয়েকজন আজাদ সেন্টারে গিয়েছিল। সেখানে দুই পরে মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের ওপর চড়াও হয় মিরণের সঙ্গীরা। তুহিন পুলিশের কাছে অভিযোগ করেছে, মিরণের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তার কাছে চাঁদা চাইতে এসেছিল। পুলিশ কর্মকর্তা বলেন, দুই পরে অভিযোগ খতিয়ে দেখা হবে। যে দোষী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
পল্টন থানার ওসি জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে। এতে তিনজন আহত হয়। এ ঘটনায় ছাত্রলীগের মিরণসহ কয়েকজনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা এবং মারধরের ঘটনায় মামলা করা হবে।

রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান থানায় কর্তব্যরত ডিউটি অফিসার। তিনি বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। ঘটনা চাঁদাবাজি নয় দাবি করে তিনি বলেন, লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে। থানায় বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement
মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল