২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিপিএল নিষিদ্ধের দাবি আওয়ামী ওলামা লীগের!

মানববন্ধন কর্মসূচী পালন করছে ওলামা লীগ - সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিষিদ্ধ করার দাবি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থক সংগঠন ওলামা লীগ।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটি এ দাবি জানায়। মানববন্ধনে তারা ১৩ দফা দাবি জানায়।

বিপিএল নিষিদ্ধ করার দাবি জানানোর পরই আওয়ামী লীগ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, ওলামা লীগ আওয়ামী লীগের সাথে কোন ভাবেই সম্পৃক্ত না। যদিও আওয়ামী লীগ একাধিকবার তাদের সুবিধা মতো ওলামা লীগকে মাঠে নামিয়েছে। 

মানববন্ধন থেকে তারা বাল্যবিয়ে বিরোধ আইন বাতিলের দাবিও জানায়।

বিপিএল নিষিদ্ধের পক্ষে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী বলেন, এই ক্রিকেট টুর্নামেন্ট জুয়া খেলার প্রসার ঘটাচ্ছে।

বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের সংবিধানে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন। সেই জুয়াড়ী তৈরির আসর বিপিএল, আইপিএলের মতো খেলাধুলা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

নারী ফুটবল নিয়ে বাফুফের বিরুদ্ধেও কথা বলেন ওলামা লীগের সাধারণ সম্পাদক এই সাধারণ সম্পাদক। তিনি বলেন, নারী ফুটবলারদের নির্দিষ্ট সময় পর্যন্ত বিয়ে নিষিদ্ধ করে লিভ টুগেদারসহ অনৈতিকতাকে উৎসাহিত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ষড়যন্ত্রকারী হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

এছাড়া মানববন্ধনে ওলামা লীগের নেতারা বেসরকারি সংগঠন এনজিওগুলোর সমালোচনা করেন।


আরো সংবাদ



premium cement