১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গানে গানে ‘বিজয় সমাবেশে’ শেখ হাসিনাকে স্বাগত জানাবেন শিল্পী মমতাজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিল্পী মমতাজ - সংগৃহীত

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে নেতাকর্মীদের গণজমায়েত শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে।

এদিকে বিজয় সমাবেশকে কেন্দ্রে করে উদ্যান, শাহবাগ ও রমনা এলাকাসহ রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। থানা পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

দুপুর আড়াইটাই আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টার দিকে সমাবেশস্থলে আসতে পারেন। এ সময় গানে গানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। গান পরিবেশন করবেন মানিকগঞ্জ-৩ আসনে এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সমাবেশে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী দিনের দিকনির্দেশনা দেবেন।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর কয়েকটি সড়কে যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ। আবার বেশ কয়েকটি সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করে ডাইভারশন দেয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ।


আরো সংবাদ



premium cement