২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দেশের মানুষ জানত আ’লীগের বিশাল বিজয় হবে : হানিফ

- ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয় হবে তা দেশের মানুষ জানত। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দশ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতা লাভের পর অন্য সরকারগুলোর সময়ে তার দশ ভাগের এক ভাগও হয়নি।

তিনি বলেন, দেশের মানুষ উন্নয়ন ও শান্তি চায়। তাই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখেছে। আর এ আস্থার জন্যই আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ বিজয় হচ্ছে আওয়ামী লীগের প্রত্যাশিত বিজয়।

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘বিএনপির নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কারচুপির অভিযোগ আনার দরকার নেই। তাদের ব্যর্থতার কারণগুলো খোঁজে বের করার দরকার। তা করতে ব্যর্থ হলে রাজনীতিতে তাদের (বিএনপি) কবর রচিত হবে।’

হানিফ বলেন, বিএনপি তাদের দুর্নীতি ও সন্ত্রাসের দায়ে দণ্ডপ্রাপ্ত নেতাদের বাদ দিয়ে উদার ও সৎ নেতৃত্ব গ্রহণ করলে তাদের প্রতি দেশের মানুষের আস্থা ফিরে আসতে পারে।

হানিফ আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আগামী ১৯ জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত

সকল