২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিএনপিকে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান তথ্যমন্ত্রীর

বিএনপিকে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান তথ্যমন্ত্রীর - নয়া দিগন্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির জন্য দলটির নেতৃত্বকে দায়ী করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের অভিজ্ঞতা থেকে বিএনপিকে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। নতুন নেতৃত্ব আসলে হয়তো আপনারা আবার জনগণের কাছে যেতে পারবেন। 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। 

নতুন তথ্যমন্ত্রী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চরমভাবে হেরে যাওয়ার পর এখন তারা একদিকে সংলাপের কথা বলছে, আরেকি দিকে নানা কথাবার্তা বলে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা। বিএনপিকে অনুরোধ জানাব, এই ধরনের কথাবার্তা না বলে বরং আপনারা নিজেরা আপনাদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করুন। আর নেতৃত্ব পরিবর্তন করুন, তাহলেই হয়তো আপনারা আবার জনগণের কাছে যেতে পারবেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিকে উচিত অন্যকে দোষারোপ না করে নিজেদের বিশ্লেষণ করে দেখা কেন নির্বাচনে তাদের দলের এমন ভরাডুবি হলো।’

ড. কামাল হোসেন ভাড়ায় বিএনপির হয়ে কাজ করছেন মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘নতুন করে নির্বাচন দেওয়ার ব্যাপারে তিনি যে সংলাপ করতে চাইছেন তা কোনোভাবেই সম্ভব নয়।’ সারা বিশ্বের কাছে একাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এমন শান্তিপূর্ণ নির্বাচন অতীতে হয়নি।’

 


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল