২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সংলাপের দাবি অযৌক্তিক : কাদের

-

আওয়ামী লীগের সাধারণা সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে সংলাপের দাবি করা হয়েছে তা অযৌক্তিক ও হাস্যকর। শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ভোট নিয়ে কোন প্রশ্ন কিংবা বিতর্ক নেই, আন্তর্জাতিক সম্প্রদায় সরকার গঠনের আগেই শেখ হাসিনাকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে- সেখানে নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর। তিনি বলেন, নেতা-কর্মীদের চাঙা রাখতেই বিএনপির নেতারা মিথ্যা তথ্য দিচ্ছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ব থেকে কোনও প্রশ্ন আমরা এখন পর্যন্ত পাইনি, কাজেই নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তোলেন তারা নির্বাচনে হেরে গেছেন বলেই এসব অভিযোগ তুলছেন, তাদের এই অভিযোগ ধোপে টেকে না। দেশে-বিদেশে এর কোনও স্বীকৃতি নেই, জনগণ খুব খুশি।

বিআরটিএর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি সাধারণ জনগনকেও সর্তক হওয়ার পরামর্শ দেন। ওবায়দুল কাদের বলেন, সবাইকে সতর্ক হতে হবে।

আওয়ামী লীগের কাউন্সিল প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক বলেন, আগামী অক্টোবরে দলের কাউন্সিল হবে।


আরো সংবাদ



premium cement