২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে আশরাফের মতো রাজনীতিবিদের প্রয়োজন ছিল : গণফোরাম

সৈয়দ আশরাফুল ইসলাম - ফাইল ছবি

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এর পাশাপশি নেতৃবৃন্দ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনপরবর্তী সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও সৎ, দক্ষ একজন রাজনীতিবিদের বিশেষ প্রয়োজন ছিল। তিনি এ পরিস্থিতিতে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ভূমিকা রাখতে পারতেন। তার মৃত্যুতে দেশ হারালো মহৎপ্রাণ ত্যাগী দেশপ্রেমিক একজন রাজনীতিবিদকে।

গণফোরামের বর্ধিত সভা কাল
আগামীকাল শনিবার সকাল ১০টায় তোপখানা রোড সংলগ্ন সেগুন বাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে (২য় তলায়) গণফোরাম কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় উক্ত সভার প্রেস ব্রিফিং করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গণফোরামের মিডিয়া সেলের লতিফুল বারী হামিম এ তথ্য দিয়েছেন গণমাধ্যমকে।


আরো সংবাদ



premium cement