২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এবার বন্ধ টুইটারের ১৫টি ভুয়া একাউন্ট

বিবিসি বাংলার মতো করে বানানো একটি ভুয়া খবরের পোস্ট - সংগৃহীত

ফেসবুকের পর এবার টুইটারও জানিয়েছে, তারা বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছিল এমন ১৫টি টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে। এসব একাউন্ট সমন্বিতভাবে এই প্ল্যাটফর্মকে তাদের স্বার্থে অপব্যবহারের চেষ্টা করছিল বলে টুইটার জানিয়েছে।

এক বিবৃতিতে টুইটার আরও জানিয়েছে,‘যেসব একাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোর কোনো কোনোটি বাংলাদেশের রাষ্ট্রীয় মদতপুষ্ট ব্যক্তিদের সাথে সম্পর্কিত বলে মনে হচ্ছে।’

উল্লেখ্য, এর আগে ফেসবুক জানিয়েছিল যে ভুয়া খবর প্রচারের জন্য তারা বাংলাদেশে তাদের প্ল্যাটফর্মে ৬টি একাউন্ট এবং ৯টি পেজ বন্ধ করে দিয়েছে।

ফেসবুক বলছে, এগুলোতে বাংলাদেশ সরকারের সমর্থন বিভিন্ন কনটেন্ট পোস্ট করা হচ্ছিল এবং এর সাথে সরকার-সংশ্লিষ্ট কিছু লোকের সম্পর্ক আছে।

ফেসবুক একাউন্টগুলোর মধ্যে বিবিসি বাংলাসহ বেশ কিছু প্রতিষ্ঠিত গণমাধ্যমের মতো দেখতে কতগুলো নকল একাউন্টও রয়েছে।

১৫টি একাউন্টের পেছনে কারা

টুইটার যে একাউন্টগুলো বন্ধ করেছে, সেগুলোর পেছনে কারা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা চলছে।

অবশ্য এসব একাউন্টের পরিচয় টুইটার প্রকাশ করেনি।

তবে টুইটার বলছে, তাদের তদন্ত অব্যাহত রয়েছে এবং তা আরও সম্প্রসারিত হচ্ছে। মোট পনেরটি একাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এসব একাউন্টের ফলোয়ারের সংখ্যা তুলনামূলকভাবে কম। বেশিরভাগ একাউন্টের ফলোয়ারের সংখ্যা ৫০ এর নীচে।

তদন্ত শেষ হলে এসব একাউন্টের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে টুইটার।

Foxxita #Vote নামে একজন টুইটারে মন্তব্য করেছেন,‘জেনে ভালো লাগলো। এই পনেরটি একাউন্টের ব্যাপারে আমি কৌতুহলী। আমার তো মনে হয় এরকম হাজার হাজার টুইটার বট আছে। কিন্তু এটা জেনে ভালো লাগছে যে আমরা এই পনেরটি একাউন্ট থেকে নিরাপদ।’

ভুয়া টুইটার একাউন্ট ব্যবহার করে ভারতেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একজন।

Truth Prevail‏ একাউন্ট থেকে একজন লিখেছেন,‘দয়া করে ভারতের একাউন্টগুলোও নিয়ন্ত্রণ করুন। আমাদের এখানে পাঁচ মাস পরেই নির্বাচন এবং এখানে প্রচুর সংখ্যায় ভুয়া বাজে একাউন্ট থাকতে পারে।’


আরো সংবাদ



premium cement