২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

‘পরিবর্তন না করতে পারলে মুক্তি নেই’

‘পরিবর্তন না করতে পারলে মুক্তি নেই’ - সংগৃহীত

`দ্বি-দলীয় দুঃশাসনের বৃত্তে দেশ আটকা পড়ে আছে। এর পরিবর্তন না করতে পারলে মানুষের মুক্তি নেই। দেশ বাঁচাতে এই বৃত্ত ভাঙতে হবে। এজন্য রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক অবস্থা পাল্টে দিতে হবে। দলীয় প্রচারণায় অংশ নিয়ে শুক্রবার সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এসবকথা বলেন।

শুক্রবার বিকাল চারটায় বাহাদুর শাহ পার্ক থেকে সূত্রাপুরে ঢাকা-৬ আসনের কাস্তে মার্কার প্রার্থী আবু তাহের হোসেন বকুলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাহাদুর শাহ পার্ক, লক্ষ্মীবাজার, পাতলাখান লেন, সূত্রাপুর বাজার, লোহারপুর, ধূপখোলা মাঠ এলাকায় গণসংযোগে অংশ নেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ’৭১-এর বিজয় আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে।’ ৭১ তারুণ্যের প্রতীক, নবজীবনের প্রতীক। তারুণ্যকে সাথে নিয়েই আমরা’৭১-এর চেতনাকে পুনরুদ্ধার করব। ‘ভিশন মুক্তিযুদ্ধ ৭১’ বাস্তবায়ন করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, সিপিবি’র নির্বাচনী ইশতেহার এই পাল্টে দেয়ার দলিল, নব যৌবনের সৃজনশীল মুক্তি-আকাক্সক্ষার দলিল। তিনি বলেন, ভিশন-মুক্তিযুদ্ধ ৭১ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা’৭২-এর সংবিধানের মূলভিত্তি পুনপ্রতিষ্ঠা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সিপিবি কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ কিবরিয়া, ঢাকা কমিটির নেতা আব্দুল কাদের, বিকাশ সাহা, সাইফুল ইসলাম সমীর, ত্রিদিব সাহা, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, ঢাকা মহানগর সভাপতি হাবীব ইমন, যুব নেতা গোলাম রাব্বী খান প্রমুখ।

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল দশটায় ১০টা হতে মিরপুর-১ নম্বর, পাইকপাড়া, শাহআলীবাগ, ছাপাখানা মোড় এলাকায় ঢাকা-১৪ আসনের কাস্তে মার্কার প্রার্থী রিয়াজউদ্দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন সিপিবি’র সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম, সিপিবি কেন্দ্রীয় সদস্য লুনা নূর, ঢাকা কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সদস্য ত্রিদিব সাহা, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, প্রেসিডিয়াম সদস্য শেখ আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শিশির চক্রবর্তী, ঢাকা মহানগরের সভাপতি হাবীব ইমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট মনোয়ার হোসেনর, মঞীদ মুক্তিযোদ্ধা সন্তান সৈযদ সাজ্জাদ নিশি, সিপিবি মিরপুর থানার সাধারণ সম্পাাদক মামুন কবীর প্রমুখ।

এছাড়া মোহাম্মদপুর নতুন বাসস্ট্যান্ড থেকে সিপিবি কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সকাল ১০টায় ঢাকা-১৩, খান আহসান হাবীব লাবলু-র নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নেন। সকাল ১০ টা থেকে নুরজাহান রোড সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৩ আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনিত কাস্তে মার্কার প্রার্থী নেতা খান আহসান হাবীব লাভলু। এ সময় ঢাকা কমিটির সভাপতি মুসলেহ উদ্দিন, জামাল হায়দার মুকুল, নিমাই গাঙ্গুলী, মোশারফ হোসেন, মোহাম্মদপুর থানা কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ উজ্জ্বল, বাংলাদেশ যুব ইউনিয়ন, ঢাকা মহানগরের সহ-সভাপতি মনিরুল আহসান জুয়েল, অ্যাডভোকেট আরিফুল হক রোকন, ইঞ্জিনিয়ার মুসতাফিজ সুলতান, আহমেদ তালাত তাহজীব, ছাত্র নেতা কাজী রিতা, ঋদ্ধ অনিন্দ্য প্রমুখ। নবাবগঞ্জ জাউলাহাঠি চৌরাস্তায় ৫৬নং ওয়ার্ডে সিপিবি’র কেন্দ্রীয় নেতা অধ্যাপক এম এম আকাশ ও সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ঢাকা-২ আসনে সুকান্ত শফি চৌধুরীর নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়েছেন।


আরো সংবাদ



premium cement