১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

কেন আমাদের সাথে এমন আচরণ করা হচ্ছে, প্রশ্ন মির্জা আব্বাসের

কেন আমাদের সাথে এমন আচরণ করা হচ্ছে, প্রশ্ন মির্জা আব্বাসের - নয়া দিগন্ত

‘আমার নির্বাচনী প্রচারে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে, আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী উন্মুক্তভাবে প্রচার চালাচ্ছেন। অথচ আমাকে বাধা দেওয়া হচ্ছে। আমি নিজেও নিরাপত্তাহীনতায় আছি। আমরা রাজনৈতিকভাবে কারো প্রতিদ্বন্দ্বী ঠিক আছে, কিন্তু আমরা তো কারো প্রতিপক্ষ নই। আমরা কেউ কারো শক্রু নই। তাহলে কেন আমাদের সাথে এমন আচরণ করা হচ্ছে ?’ মঙ্গলবার সকালে রাজধানীর শাজাহানপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা-৮ আসনে বিএনপি দলীয় প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তার স্ত্রী ও ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ‘আমার ওয়ার্কার আজকে পলাতক কিংবা জেলে, প্রায় তিন হাজার। তিন থেকে সাড়ে তিন হাজার ওয়ার্কার যদি জেলে থাকে কিংবা পলাতক থাকে, তাহলে একজন প্রার্থী কিভাবে নির্বাচনী প্রচারণা করবে, নির্বাচনী কাজ করবে।’

সোমবার প্রতীক বরাদ্দ ও প্রচারণার প্রথম দিনেও বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। তার নিজ বাড়ির সামনে থেকেই ১০ থেকে ১২ জনকে আটক করা হয়েছে বলে তিনি দাবি করেন।

মির্জা আব্বাস বলেন, ‘বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ঘোরাঘুরিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সোমবার থেকে আমার বাসার সামনে কখনো সাদা পোশাকে লোকজন, আবার কখনো পুলিশের পোশাক পরা লোকজন ঘুরঘুর করছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অবস্থানের কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু তাই নয়, আমি আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আত্মীয় স্বজন, নেতাকর্মীরা কেউ আমার বাসায় আসতে পারছে না। সোমবার থেকে এখন পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় ২০-২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

মির্জা আব্বাস জানান, তার স্ত্রী ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসকেও নানাভাবে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এ সময় বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনকে বলতে চাই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। আর সরকারের কাছে দাবি কী জানাব। দাবি নাই। বলতে চাই, নির্বাচন কমিশনের ওপর থেকে অযাচিত কর্তৃত্ব বন্ধ করুন।’

এছাড়া আফরোজা আব্বাস, সংবাদ প্রচারে গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনের পরে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস বাসার আশেপাশের এলাকায় কিছুক্ষণ গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।


আরো সংবাদ



premium cement