২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নির্বাচন অংশগ্রহণমূলক হবে : ওবায়দুল কাদের

ওবায়দুল হক - ফাইল ছবি

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে কোনো সংকট নেই। বিএনপি নিজের সংকটের জন্য শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

আজ রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে বিএনপির মনোনয়নবঞ্চিতরা দলের পল্টন ও গুলশান কার্যালয়ে হামলা চালাচ্ছে, বিক্ষোভ করছে, সংকট তাদের নিজেদের মধ্যে।

তিনি আরো বলেন, জোটের বা দলের যে সব প্রার্থী মনোনয়ন বঞ্চিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তাদের আরো বেশি মুল্যায়ন করা হবে।

দলীয় বিদ্রোহী নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আজকের মধ্যে দলীয় বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সভায় ফেনী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী-১ আসনে মহাজোট (জাসদ) প্রার্থী শিরীন আখতার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, পৌর মেয়র হাজী আলাউদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement