২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অনেক কিছু হয়ে যেতে পারে : জেনারেল ইব্রাহিম

মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক - ছবি : সংগ্রহ

মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, পরিবর্তনের জন্য আমরা রাজনীতি করছি। যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমরা ছোট দল কিন্তু আমাদের কাজ অনেক বড়। তিনি আরো বলেন, নির্বাচনী দাবি আদায়ে মওলানা ভাসানী প্রেরণা জোগাবে। নির্বাচনকে সামনে রেখে আমরা দাবি করে যাচ্ছি, দেখা যাক সরকার কী করে। তবে জনগণের জয় হোক। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নতুন নতুন মেরুকরণ হচ্ছে। আরো নতুন নতুন প্রক্রিয়ার সৃষ্টি হবে। তবে আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। কেউ যেন নির্বাচনের বাইরে না থাকে। এতে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং কলুষিত হবে।

তিনি গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে তিনি আরো বলেন, তবে এখনই সব বলা যাবে না। অনেক কিছুই হতে পারে। আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। নির্বাচনটা গ্রহণযোগ্য হোক এটাও আমরা চাই। বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন মো: শাহজাদা আলম। বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোয়াজেম হোসেন, দিদারুল আলম সুমন, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন, ইরফানুল হায়দার, মোহাম্মদ ইলিয়াছ সিকদার, জাহেদ আলী, সাদ্দাম হোসেন সায়মান প্রমুখ।


আরো সংবাদ



premium cement