১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ধানের শীষ নিয়ে জয় হবে : আশা বাবরের স্ত্রীর

ধানের শীষ নিয়ে জয় হবে : আশা বাবরের স্ত্রীর - ছবি : সংগ্রহ

দলীয় মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। তিনি নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির মনোনানয়নপ্রত্যাশী।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তাহমিনা জামান বলেন, ‘রাজনৈতিক মিথ্যা মামলায় আমার স্বামী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী। আগামী নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে দেশনেত্রী মুক্তি পাবে, আমার স্বামী মুক্তি পাবে, দেশের গণতন্ত্রের সুরক্ষা হবে।’

মনোনয়ন প্রসঙ্গে তাহমিনা জামান বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে গত ১৮ নভেম্বর থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করে বিএনপি। ওই দিন সকালে রংপুর ও বিকেলে রাজশাহী, ১৯ নভেম্বর সকালে বরিশাল ও বিকেলে খুলনা এবং ২০ নভেম্বর সকালে চট্টগ্রাম এবং বিকেলে কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শেষ দিনে ময়মন‌সিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।

প্রথম দুই দিনের সাক্ষাৎকারে স্কাইপের মাধ্যমে মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান। তবে বাংলাদেশে ১৯ নভেম্বর হঠাৎ স্কাইপ সেবা বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার ও বুধবার অন্য একটি অ্যাপে তারেক রহমান সাক্ষাৎকারে যোগ দেন।

মনোনয়ন বোর্ডে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি

সকল